Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

১. আগামী ৫ বছরে অাধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত পদ্ধতিতে ১৫০০ জন মাছ চাষের প্রশিক্ষণ প্রদান করা হবে।

২.অাগামী ৫ বছরে ৪০০০ জন চাষীকে পরিবেশ বান্ধব বাগদা চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

৩.বাগদা চিংড়ি সনাতন পদ্ধতিতে ১০০ হেক্টরে যে পরিমাণ উৎপাদিত হয় আধা নিবিড় পদ্ধতিতে ৫ হেক্টরে সে পরিমাণ উৎপাদিত হয় বিধায় আগামী ৫ বছরে ৫০ জন চাষীকে আধা নিবিড় বাগদা চিংড়ি চাষে উদ্বুদ্ধ করা হবে।

৪.সকল স্মাট ফোন ব্যবহারকারী চাষীদের কাছে  মাছ  ও চিংড়ির রোগ, কারন ও প্রতিকার সম্বলিত অ্যাপস সরবরাহ করা হবে।

৫. বাগদা চিংড়ির রোগ প্রতিরোধে প্রোবায়োটিক ব্যবহার ও প্রাপ্তিতে চাষীদের উদ্বৃদ্ধ করা হবে।

৬.উপজেলার প্রত্যেক ওয়ার্ডে একজন করে সংযোগ চাষী সুষ্টি করে উক্ত সংযোগ চাষী দ্বারা অন্যান্য চাষীদের মাছ ও চিংড়ি বিষয়ক প্রশিক্ষণ  এবং মাটি  ও পানির গুনাগুন পরীক্ষা।